|
---|
উজির আলী,চাঁচল: ০৮ নভেম্বরগোয়াল ঘরের আগুন থেকে ভস্মীভূত হল গৃহস্থ বাড়ী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁচল থানার মতিহারপুর জিপির উত্তর কিশমতপুর এলাকায়। টালি বিশিষ্ট ওই বাড়িতে দাউ দাউ করে অগ্নিশিখা দেখতে পায় গ্রামবাসী। মুহুর্তের মধ্যে আগুন নেভানোর কাজে ঝাপিয়ে পড়েন স্থানীয়রা। ওই অগ্নিকান্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কিশমতপুর এলাকায়। চাঁচল থেকে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌছালে আগেই আগুন নেভাতে সক্ষম হন গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশাল পুলিশ বাহিনী। পুলিশ জানায়, গোয়াল ঘরের সাজাল থেকেই আগুনের উৎপত্তি। পার্শ্ববর্তী বাড়ি গুলোতে আগুন ছড়াবার আগেই নেভে যায়।
জানা যায়,ক্ষতিগ্রস্থ জিয়াউল হক দিন মজুর। কখনও ভিন রাজ্যে কখনও গ্রামে দিনমজুরের কাজে লিপ্ত থাকে বলে খবর। অগ্নিকাণ্ডে ছাই হয়েছে সর্বসৎসরের খাদ্য সামগ্রী ধান,চাল , দুটি ঘর সহ আসবাবপত্র। নুন আন্তে পান্তা ফুরোয় অবস্থা জিয়াউলের,এমনটাই জানান গ্রামবাসীরা।
ক্ষতিগ্রস্থ পরিবার জানান, স্থানীয় কোনো রাজনৈতিক নেতার ত্রান বা সাহায্যের আশ্বাস মেলেনি।পরিবারটি সাহায্যের জন্য চাঁচল ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আবেদন করবেন বলে খবর।