কমরেড কলতান দাসগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল ও থানায় বিক্ষোভ মেমারিতে

নূর আহমেদ, মেমারি : ১৭ সেপ্টেম্বর।ছাত্র যুব মহিলা মেমারি ১ পূর্ব ও পশ্চিম আঞ্চলিক কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ মেমারি চকদিঘী মোড় লড়ি ইউনিয়ন অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে থানায় এসে মিছিল শেষ হয়। এবং সেখানে বিক্ষোভ দেখানো হয় এবং মেমারি থানায় ডেপুটেশন দেওয়া হয়। সোমবার বিকালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পত্রিকার সম্পাদক কমরেড কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ হিসাবে দেখানো হয়েছে অডিও ক্লিপং। আমরা এই অডিও ক্লিপিং এর উৎস কী ও তার কতটা সত্য তা ভালো করে সন্ধান করার দাবি জানাচ্ছি। গত ৯ অগাষ্ট থেকে আর জি কর হাসপাতাল কান্ডে দ্রুত এবং সঠিক বিচারের দাবিতে রাজ্যজুড়ে যে হাজার হাজার সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। তাদের উদ্দেশ্যে শাসক দলের নেতাকর্মীদের মন্তব্যকে আমরা দিক্কার জানাচ্ছি। তার সঙ্গে পুলিষ প্রশাসনকে নিরপেক্ষ থাকার জব্য অনুরোধ করছি। কমরেড কলতান দাসগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। ডেপুটেশন দিতে উপস্থিত ছিলেন সুমন হাজরা, যুব জেলা কমিটির সদস্য, ছাত্রনেতা বিক্রম ধর, তাপসী ভট্টাচার্য, আলপনা মিত্র। বক্তব্য রাখেন চিন্তা কোঙার, সেখ হামিদ। চাজনের প্রতিনিধি দল থানায় ডেপুটেশন দিতে যান। বড় বাবু ছিলেন না অন্য পুলিশ আধিকারিক ডেপুটেশনের কপি নিয়ে তিনি আশ্বাস দিয়েছেন এই কপি আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো।