ইতালির স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রাজনগরে আদিবাসী শিশু পড়ুয়াদের খাদ্যসামগ্রী বিতরণ

 

    খান আরশাদ, নতুন গতি, রাজনগর:ইতালির স্বেচ্ছাসেবী সংস্থা মিসোনে ক্যালকাটা অন্ লুস – এর আর্থিক সহায়তায় এবং ভারতের রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে অপর একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালনায় বীরভূমের রাজনগরের ভবানীপুর অঞ্চলের, বেলবুনী, করঞ্জাবুনি, গোবিন্দচক, তারাশোল প্রভৃতি গ্রামে শতাধিক আদিবাসী দুস্থ শিশু পড়ুয়াদের খাদ্য সামগ্রী বিতরণ করা হল। খাদ্যসামগ্রী হিসেবে সরষের তেল, মুসুর ডাল, সয়াবিন বড়ি দেওয়া হয়। বিশেষত করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ধরনের উদ্যোগ বলে জানিয়েছেন মিসোনে ক্যালকাটা অনলুসের ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর রাখী ব্যানার্জি।