|
---|
সামিম আহমেদ, নতুন গতি, বারুইপুর: আগামী ইংরেজি ২২শে সেপ্টেম্বর ২০১৯ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এর উদ্যোগে একটি কর্মী সম্মেলন এবং এনআরসি সংক্রান্ত জরুরি বৈঠক বারইপুর রবীন্দ্রভবনে হবে।
উক্ত আলোচ্য বিষয় উপস্থিত থাকবেন যাদবপুর লোকসভার এমপি মাননীয়া মিমি চক্রবর্তী এবং জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের কার্যকরী সভাপতি জনাব শামীম সাহেব (আইনজীবী),জনাব ডঃ সাইফুদ্দিন সাহেব সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এবং জনাব সেলিম লস্কর , সম্পাদক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল , সহ আরো অনেকে l বর্তমান পশ্চিমবঙ্গে মানুষ এন আর সি নিয়ে অনেক আতঙ্কে আছেন,সেখানে গুরুতর বিষয় নিয়ে আলোচনা করা হবে। সংখ্যালঘু সেল এর বিশিষ্ট কর্মী সেলিম লস্কর জানান, এই আলোচনা সভায় সাধারণ মানুষ তথা সর্ব স্তরের মানুষের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে ।