পূর্ব বর্ধমানের মেমারিতে পালিত হচ্ছে জগৎ গৌরিদেবীর পূজো

রাহুল রায়; পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মেমারী ২নং ব্লকের বড়পলাশন ১নং গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত মণ্ডল গ্ৰামে আজ মহা সমারোহে পালিত হল জগৎ গৌরীদেবীর পুজো।

    জগৎগৌরীদেবী মণ্ডল গ্ৰামে অধিষ্ঠাত্রী দেবী। বিগত তিনশত বৎসর ধরে মা এখানে পূজিতা হচ্ছেন। জগৎগৌরীদেবী পুজোর ব্যবস্থা করে গিয়েছেন বর্ধমানের মহারাজা। গ্ৰামবাসীদের কাছ থেকে শোনা যায় যে, মণ্ডল গ্ৰামের একটি পুকুরে জেলেরা জালে মাছ ধরতে গিয়ে একটি মূর্তি পায়। আর সেই মূর্তিটিই হল জগৎগৌরীদেবী। সেই পুকুর থেকে একটি মাগুর মাছ ধরে মায়ের ভোগ দেওয়ার রীতি প্রাচীনকাল থেকে আজও চলে আসছে। জগৎগৌরীদেবীর পুজো না হওয়া পর্যন্ত প্রত্যেক বাড়িতে রান্না হয়না।

    ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে মণ্ডল গ্ৰাম এখন মেতে রয়েছে উৎসবের আমেজে। পুজো উপলক্ষ্যে হাজার হাজার মানুষ এখানে ভীড় জমান। মণ্ডল গ্ৰাম ছাড়াও পাশাপাশি এলাকা ও অন্যান্য জেলা থেকেও লোকসমাগম হয় এই পুজোতে।এই পুজোয় পশু বলিদান প্রথা চালু রয়েছে। পুজো উপলক্ষ্যে বসেছে একটি বড়ো মেলা। পুজো উপলক্ষ্যে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে।