চড়ুইভাতি করতে গিয়ে চারাগাছ বিতরন সাগারদিঘীতে।

সংবাদদাতা : প্রতিবছরের মতো এবছরও নতুন বছরের প্রথমে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যরা পারম্পরিক সমাজ সেবামূলক কর্মসূচি থেকে একটু অন্যরকম আনন্দে মেতে উঠলো আজ। সকলে মিলে ঐতিহাসিক লালবাগ মতিঝিল পার্কে পৌঁছে যায় চড়ুইভাতি করতে। সেখানে খাওয়া দাওয়ার পাশাপাশি বাচ্চাদের নিয়ে বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠে সকলেই। তবে এসবের পাশাপাশি আরেকটি জিনিস যেটি সকলের দৃষ্টি আকর্ষণ করে সেটি হলো চারাগাছ বিতরন। ঐতিহাসিক মতিঝিল পার্ক (লালবাগ, মুর্শিদাবাদ)পৃষ্ঠপোষক, লালগোলার সম্মানীয় বিধায়ক মহম্মদ আলি মহাশয় এই চারাগাছ বিতরন কর্মসূচির উদ্বোধন করেন। এরপরে সেখানে পিকনিক করতে আসা প্রায় ৫০০ জন মানুষের হাতে তারা তুলে দেয় মেহেগিনি ও গোলাপের চারাগাছ।

    ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন ” যে হারে নগরায়নের ফলে চতুর্দিকে বৃক্ষছেদন হচ্ছে তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, সে কারণে আমরা বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশের কথা মাথায় রেখে আমাদের সমস্ত কর্মসূচীতে চারাগাছ বিতরন করে মানুষকে সচেতনতার বার্তা দিয়ে থাকি। তবে আজকে এখানে এরকম কর্মসূচীর উদ্দেশ্য হলো রাজ্যের বহু মানুষকে আমরা একসাথে এক জায়গায় পাবো যার ফলে আমাদের যে মূল মন্ত্র সেটি রাজ্যের বিভিন্ন দিকে ছড়িয়ে দিতে পারবো।”