বাংলার প্রত্যেকটি সরকারি হাসপাতালে চিকিৎসা, রোগনির্ণয়, ঔষধ এখন সম্পূর্ণ বিনামূল্যে

নিজস্ব প্রতিবেদক: গত ৮ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল কংগ্রেসের আমলে বাংলার স্বাস্থ্য পরিষেবায় এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে।

    আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী বেশ কিছু পরিসংখ্যান দিয়েছেন।

    তিনি জানান, বাংলার সমস্ত সরকারী হাসপাতালে রাজ্যবাসীর জন্য চিকিৎসা, রোগনির্ণয় এবং ওষুধ এখন সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় বাংলার সাড়ে সাত কোটি মানুষ বেসরকারী হাসপাতালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন

    চালু হওয়ার পর থেকে প্রায় ৬.৫৩ লক্ষ মানুষ এই প্রকল্পের আওতায় এসেছেন এবং এই প্রকল্পে সরকারের খরচের পরিমাণ প্রায় ৬৭০ কোটি টাকা। বর্তমানে রাজ্যের ১৪৭২ টি সরকারি ও ৯৮৩ টি বেসরকারি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।