“কোরআন সকলের জন্য” এই ভাষ্যে বইমেলায় উদ্বোধন হল দ্য কোরআন স্টাডি সার্কেলের ৫৯৩ নম্বর স্টল

নিজস্ব সংবাদদাতা : ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় “দ্য কোরআন স্টাডি সার্কেল”এর ৫৯৩ নম্বর স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি উদ্বোধনী ভাষন দেন আল কোরআন একাডেমী লন্ডনের চেয়ারম্যান ডঃ হাফিজ মুনির উদ্দীন আহমদ সাহেব,উপস্থিত ছিলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারি, মুহাম্মদ শাহ আলম, গোলাম মুহম্মদ লাডলা, জালাল উদ্দিন আহমেদ, হাফেজ আসাদুল হোসেইন, মুস্তাফিজুর রহমান, গোলাম রশিদ, আব্দুল উজায়ের সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    রাজ্য কনভেনর মুহাম্মদ রাকিব হক জানান জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে পবিত্র কোরআন মাজিদের প্রতি মানুষের আগ্রহ সত্যিই চোখে পড়ার মতো। অনেক অমুসলিম ও ভিড় জমায় স্টলে। অনেকের কণ্ঠেই শোনা গেছে একটাই কথা—
    “পড়ে দেখি, কী আছে?”
    তিনি কুরআন নেওয়ার জন্য সকল কে আহ্বান জানান। একাধিক ভাষায় কোরআন বিতরণ করা হচ্ছে মানব জাতির কল্যাণে, মানুষের হেদায়েতের জন্য, যাতে করে সকলে কুরআন কে জানতে বুঝতে পারে।

    নতুন গতি

    News Publication