লকডাউনে ক্ষুধার্থ পরিবার গুলির মাঝে ব‍্যক্তিগত ভাবে খাদ‍্য সামগ্রী বিলি করল কলিগ্রামের দিলদার

লকডাউনে ক্ষুধার্থ পরিবার গুলির মাঝে ব‍্যক্তিগত ভাবে খাদ‍্য সামগ্রী বিলি করল কলিগ্রামের দিলদার

    নতুনগতি প্রতিবেদক, চাঁচল: ০৪ এপ্রিল
    সারা বিশ্বকে প্রভাবিত করেছে করোনা ভাইরাস। তবে এই ভাইরাস প্রতিরোধ করতে ভারত সরকার ২১ দিনের জন‍্য লকডাউনের ঘোষনা করেছেন। তবে ঘোষনাতে দুস্থ পরিবার গুলির চিন্তার ভাঁজ পড়েছে।
    দিন আনে নুন খায় খেঁটে খাওয়া পরিবার গুলির অনটন শুরু হয়েছে । তাই দুস্থ ক্ষুধার্থ পরিবারগুলির কথা মাথায় রেখে এক অভিনব উদ‍্যোগ নিল চাঁচল ১ নং ব্লকের কলিগ্রাম জিপির শহরবাগ গ্রামের দিলদার হোসেন নামে এক ব‍্যক্তি।

    শনিবার তিনি ব‍্যক্তিগতবে দুস্থ পরিবারগুলিকে চিহ্নিত করে পঞ্চায়েত এলাকার দেবপুর ও আলিগঞ্জ গ্রামের দুস্থদের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ করেন।
    এদিন ২৫০ দুস্থ নিরীহ পরিবারকে খাদ‍্য সামগ্রী হিসেবে চাল,ডাল,আলু, সয়াবিন,বিস্কুট সহ একটি জীবানুনাশক সাবান দেওয়া হয়েছে দিলদারের তরফে।
    উল্লেখ্য,লকডাউনে কাজ বন্ধ রয়েছে চাঁচলের গ্রামগুলিতে। দিন আনে নুন খায় পরিবারদের অনটনে চরম বৃদ্ধি পেয়েছে। ঘরের খাদ‍্য সামগ্রীও মজুত নেয় পরিবারগুলির। একবেলা খেলে আরেকবেলা অভুক্ত থাকতে হচ্ছিল পরিবার গুলোকে। দূর্দশা গ্রাস করতে এদিন অভিনব উদ‍্যগো নিয়েছে ওই ব‍্যক্তি। ওই ব‍্যক্তির মহৎ উদ‍্যৌগকে সাধূবাদ জানিয়েছে এলাকাবাসী।