আসন্ন ঈদ-উল-ফিতর অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানা কমিটির উদ্যোগে আজ বিশেষ আলোচনা সভা

উত্তর ২৪ পরগণা, নতুন গতি : রাজ্য প্রশাসনের তৎপরতায় করোনা পরিস্থিতির জন্য যেকোন সামাজিক অনুষ্ঠানে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সেই উপলক্ষে আসন্ন ঈদ-উল-ফিতর অনুষ্ঠান সুসম্পন্ন করার জন্য উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা থানা কমিটির উদ্যোগে আজ বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


    আলোচ্য সভায় উপস্থিত ছিলেন , দেগঙ্গার নব নির্বাচিত বিধায়িকা সন্মানিয়া রহিমা মণ্ডল মহাশয়া, স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ সমাজসেবী মাননীয় জনাব এ কে এম ফারহাদ সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ জনাব আনিসুর রহমান বিদেশ, স্থানীয় থানার আইসি শ্রী অরূপ কুমার রায়, সানি সহ বিভিন্ন অঞ্চল প্রধান-উপপ্রধানরা।