|
---|
সংবাদদাতা মেমারি : ৯মে একদিকে রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ, ক্রমশ করণা সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তার উপর আংশিক লকডাউনের ফলে সাধারণ মানুষের অবস্থা শোচনীয়। অন্যদিকে ইসলাম ধর্মের চলছে রমজান মাস। আসন্ন ঈদ উৎসব। আংশিক লকডাউনের ফলে সময় মতন সাধারন মানুষ বাইরে বেরোতে পারছেন না। আর দুস্থ পরিবার গুলো তো নুন আনতে পান্তা ফুরায়। এক বেলা বাইরে না বেরোলে তাদের খাওয়া জোটে না। সেই সময় দোস্ত মানুষগুলোর পাশে দাঁড়ালেন বর্ষীয়ান সাংবাদিক নূর আহমেদ ও বিশিষ্ট সমাজসেবী এনামুল হক।রবিবার পূর্ব বর্ধমানের মেমারিতে কিছু দুঃস্থপরিবারের হাতে খাদ্য ও বস্ত্র সামগ্রী তুলে দেওয়া হয়। মেমারি ৩নং ওয়ার্ডে দুস্থদের হাতে তুলে দেন। সকলকে মাক্স ও স্যানেটাইয্যর দেওয়া হয়। স্বাভাবিকভাবে তাদের এই কর্মপ্রয়াস খুশি সকলেই। একজন সাংবাদিক হিসেবে শুধুমাত্র সংবাদ সংগ্রহ করাই কাজ নয়। বরং সামাজিক দায়বদ্ধতা থেকে দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক সহায়তা করা একজন সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য। যা নিষ্ঠার সাথে পালন করলেন সাংবাদিক নূর আহমেদ। অন্যদিকে বিশিষ্ট সমাজসেবী এনামুল হক জেলার বিভিন্ন জায়গায় তার সামাজিক কর্মকান্ড দীর্ঘদিন ধরে করে আসছেন। তিনি দরিদ্র মানুষের যেমন অন্ন বস্ত্রের সংস্থান করেন ঠিক তেমনই দুঃস্থ পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থাও করে দেন। তার সামাজিক কর্ম ইতিমধ্যে বহু অসহায় মানুষের উপকারে লেগেছে।