|
---|
নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার মেরিগঞ্জের হেড়োভাঙা বাজারে ‘সুন্দরবন ইমদাদুল গোরাবা এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট’ এর পক্ষ থেকে ইদ উপলক্ষে ২০০র বেশি দুস্থ পরিবারের মানুষকে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। বিতরণ করা হয় সিমুই, চিনি, ছোলা, সাবান, দোআ’র বই, লুঙ্গি, শাড়ি ইত্যাদি।
এই মহতি সভায় উপস্থিত ছিলেন – মাওলানা রুহুল্লাহ গাজী, মাওলানা আবুল কাশেম,হাফেজ নাইম গাজী, মাওলানা আযওয়াদুল্লা সহ
বহু বিশিষ্ট ব্যক্তি।