| |
|---|
মাদ্রাসা বোর্ড পরীক্ষা ২০২৬: শুভেচ্ছার পাশে কড়া গাইডলাইন, নিয়ম ভাঙলে বাতিল পরীক্ষা
মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি: ২০২৬ সালের হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও সফলতার কামনা জানাল পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সকল পরীক্ষার্থী যেন নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নেয়।
অন্যদিকে, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে পরীক্ষার্থীদের জন্য বিস্তারিত গাইডলাইন জারি করেছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। পরীক্ষার্থীদের অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গাইডলাইনে স্পষ্ট করে বলা হয়েছে—
•পরীক্ষার সময় পরীক্ষার্থীকে সম্পূর্ণ মনোযোগী থাকতে হবে।
•পরীক্ষা কেন্দ্রে অবশ্যই অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে।
•মোবাইল ফোন বা কোনও ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
• সময়ের আগে পরীক্ষাকক্ষ ত্যাগ করা যাবে না।
•কোনও রকম অসদুপায় বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

পর্ষদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য কোনও অনৈতিক পথ অবলম্বন করা যাবে না। পরীক্ষাই জীবনের একমাত্র লক্ষ্য নয়—এই বার্তাও পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
পর্ষদ স্পষ্ট করেছে, জারি করা নির্দেশিকা অমান্য করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল পর্যন্ত হতে পারে।
সব মিলিয়ে, একদিকে শুভেচ্ছা ও উৎসাহ, অন্যদিকে কড়া নিয়ম—এই দুইয়ের সমন্বয়েই ২০২৬ সালের মাদ্রাসা বোর্ড পরীক্ষাকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।


