| |
|---|
এনটিপিসি ফারাক্কায় ৫১তম এনটিপিসি রেইজিং ডে উদযাপন: বিদ্যুৎ উৎপাদনের ৫০ বছরের গৌরবময় যাত্রা

মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, ফারাক্কা, ৭ নভেম্বর ২০২৫: এনটিপিসি ফারাক্কা আজ সগর্বে উদযাপন করল ৫১তম এনটিপিসি রেইজিং ডে। এই দিনটি চিহ্নিত করছে দেশের বিদ্যুৎ খাতে এনটিপিসির পাঁচ দশকের অগ্রযাত্রা ও অবদানকে। অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রশাসনিক ভবনের প্রাঙ্গণে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দেবব্রত কর, হেড অফ প্রজেক্ট, এনটিপিসি ফারাক্কা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী কর এনটিপিসি ফারাক্কার ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান — নিষ্ঠা, উদ্ভাবন ও ঐক্যের মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার।
পরে কর্পোরেট সেন্টার থেকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে সিএমডি দেশজুড়ে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি এনটিপিসির বহুমুখীকরণের ওপর গুরুত্ব আরোপ করেন এবং জানান, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পারমাণবিক, সৌর ও অন্যান্য নবায়নযোগ্য শক্তির উৎসে বিনিয়োগই ভবিষ্যতের দিশা।
এনটিপিসি বর্তমানে ৮৮ গিগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জন করেছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে এনটিপিসি পরিবারের সদস্যরা দেশজুড়ে ৬৩,০০০-এরও বেশি গাছের চারা রোপণ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতী সৌম্যা কর, সভাপতি, উদিতা লেডিস ক্লাব; শ্রী রাজশেখর পালা, জিএম (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স); শ্রী সত্যীশ এস, জিএম (বিই অ্যান্ড ইএমজি); শ্রী নীরজ আগারওয়াল, জিএম (মেইনটেনেন্স অ্যান্ড এওডি); শ্রী এ. আর. মোহান্তি, জিএম (অপারেশন অ্যান্ড এফএম); সকল বিভাগীয় প্রধান, উদিতা লেডিস ক্লাবের সদস্যা, ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, এনটিপিসি কর্মী ও তাঁদের পরিবারবর্গ।
দিনের শুরুতে ‘ওয়াকাথন’-এর আয়োজন করা হয়, যা নিভেদিতা ভবন (এফএইচসি) থেকে স্মৃতি বন (টিটিএস) পর্যন্ত অনুষ্ঠিত হয়। কর্মী ও তাঁদের পরিবারবর্গের সক্রিয় অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে উদ্দীপনা ও ঐক্যের প্রতীক।


