প্রয়াণ দিবসে স্মরণে মননে ইন্দিরা গান্ধী

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : ৩১ অক্টোবর, এশিয়ার মুক্তি সূর্য শ্রীমতি ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস। এই উপলক্ষে বেড়াচাঁপা বাদুড়িয়া রাস্তার মোড়ে প্রয়াতা প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার সকাল ১০ টা থেকে,দেগঙ্গা ব্লক কংগ্রেস সভাপতি মিয়ারাজ বৈদ্যর আহ্বানে দেগঙ্গা ব্লক কংগ্রেস ও যুব কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান, স্বাস্থ্য, চক্ষু পরীক্ষা,ছানি নির্ণয় , চশমা প্রদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস গ্রামীন ২ সভাপতি শিবমাল্য বোস, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক, প্রদেশ কংগ্রেস সম্পাদক সাহাদাব সিদ্দিক, জেলা কংগ্রেস মহিলা সভানেত্রী ডালিয়া বসু, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক বাবু গাজী, বসিরহাট ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল কাদের সর্দার,জেলা কংগ্রেস নেতা বাবুয়া দা,টিংকু দা, সহিদুল ইসলাম, প্রদেশ যুব কংগ্রেস সম্পাদক রেজাউল চৌধুরী,ব্লক কিষান কংগ্রেস সভাপতি আলাউদ্দিন মণ্ডল, ব্লক কংগ্রেস সাধারণ সম্পাদক আলফিকর মোল্লা, উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস সংখ্যালঘু এবং ওবিসি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান আসিফ ইকবাল লালটু ,দেগঙ্গা বিধানসভা যুব কংগ্রেস সভাপতি মনিরুল মণ্ডল,ব্লক কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেল চেয়ারম্যান মমিনুল হক, চাঁপাতলা জিপি মেম্বার হাবিব রেজা চৌধুরী,হদিপুর ঝিকরা অঞ্চল কংগ্রেস সভাপতি আনোয়ারুল ইসলাম, চাকলা অঞ্চল কংগ্রেস সভাপতি আব্দুস সালাম মন্ডল,চাকলা সহ সভাপতি বাকিবিলা ,বেড়াচাঁপা ২ অঞ্চল কংগ্রেস সভাপতি গৌতম দাস, বেড়াচাঁপা ১ যুব কংগ্রেস সভাপতি ফিরোজ মণ্ডল,চৌরাশী অঞ্চল কংগ্রেস সভাপতি আনুজ্জামান মোল্লা,আ মুলিয়া অঞ্চল কংগ্রেস সভাপতি হাফিজুর গোলদার, বিশিষ্ট সমাজসেবী সহিদুল ইসলাম, ডাঃ রফিক গোলদার ,যুব কংগ্রেস সভাপতি মহাসিন মন্ডল, ব্লক ওবিসি বিভাগ মফিজুল মণ্ডল,ব্লক ছাত্র পরিষদ সভাপতি মফিজুল হক জিৎ, কংগ্রেস নেতা রূহুল আমিন, ও আরো অনেকে। উপস্থিত নেতৃত্ব শ্রীমতি ইন্দিরা গান্ধীর বর্ণময় কর্মজীবনের উপর আলোকপাত করেন। এদিনের বিশেষ আকর্ষণ ছিল মহতী স্বেচ্ছা রক্তদান শিবির । মোট ১০২ জন দাতা তাদের মূল্যবান রক্তদান করেন। অনুষ্ঠানটিকে ঘিরে সাধারণ মানুষের আবেগঘন উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।