স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল।

সেখ আব্দুল আজিম,চন্ডীতলা : বাংলা পক্ষ-র সহযোদ্ধা ইলিয়াস মোল্লার উদ্যোগে চণ্ডীতলার ভগবতীপুরে গড়ে উঠছে এম কে এস হাসপাতাল। এই মর্মে ৪ঠা জানুয়ারি এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল হাসপাতাল চত্বরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য মনন মন্ডল, হুগলী জেলা বাংলা পক্ষর সম্পাদক কৌশিক চট্টোপাধ্যায়, দপ্তর সম্পাদক সুমন ব্যানার্জী সহ বিভিন্ন সহযোদ্ধারা।এই শিবিরে রক্ত দিলেন শতাধিক গ্রামবাসী। এছাড়াও এই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ECG, সুগার, প্রেসার, থাইরয়েড পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ডাক্তার দেখানোরও ব্যবস্থা ছিল। এর পাশাপাশি আজকে উদ্বোধন হল ন্যায্য মূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। এই অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক ডঃ গর্গ চট্টোপাধ্যায়। গর্গ বাবু জানালেন – এই যে অ্যাম্বুলেন্স উদ্বোধন হল তা আজকে এই ভগবতীপুর থেকে অসুস্থ রোগী নিয়ে কলকাতা যাবে কিন্তু অদূর ভবিষ্যতে MKS হাসপাতাল সম্পূর্ণ হলে কলকাতা থেকে রুগী যেমন এখানে আসবে তেমন গ্রামের মানুষকে চিকিৎসার জন্য কলকাতায় যেতে হবে না। এখানে সমস্ত পরিষেবা সুলভ মূল্যে গ্রামের মানুষ পাবেন। ইলিয়াস মোল্লার এই মহতী উদ্যোগের প্রশংসা করে উনি বাঙালি ব্যবসায়ীদের আহ্বান জানালেন বাংলার গ্রামে গ্রামে এমন উদ্যোগ নিতে হবে। এর ফলে বাঙালি চিকিৎসার নামে বহিরাগত অসাধুদের দ্বারা যেমন প্রতারিত হবে না তেমনই বাঙালি পরিচালিত হাসপাতাল গুলোতে কাজগুলো বাঙালি তথা বাংলার ভূমিপুত্রদের হবে। বাংলা পক্ষ এই মহান উদ্যোগকে স্বাগত জানায়।

    নতুন গতি

    News Publication