তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের শুভ উদ্বোধন ও বস্ত্র বিতরণ

রহমতুল্লাহ, সাগরদিঘী : ২৪শে অক্টোবর রবিবার ২০২১ মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুর হাই স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল কাবিলপুর এর বুকে প্রথম তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট এর শুভ উদ্বোধন পাশাপাশি ২০০ জন অসহায় দুস্থদের বস্ত্র বিতরণ ও গুণীজণ সংবর্ধনা, সাংবাদিক সংবর্ধনা, স্বেচ্ছাসেবীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন বেলা ১১টার সময় রহমতুল্লাহর উদ্বোধনী সংগীত ও ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম’এর স্বাগত ভাষণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘীর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় সুরজিৎ চ্যাটার্জি মহাশয় তার বক্তব্যে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের যথেষ্ট প্রশংসা করেন। বাল্য বিবাহের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন। এই সংগঠনের সাথে সকলকে থাকার আহ্বান জানান। এবং উপস্থিত ছিলেন সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত ও.সি, তথা সাগরদিঘীর অবিভাবক শ্রী সুমিত বিশ্বাস মহাশয়।

    তিনি তার বক্তব্যে ভূপেন হাজারীর কালজয়ী গান “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা। মানুষ আজ নিজেদের মধ্যে থেকে সহানুভূতি, সহযোগিতা নামক বস্তুটি হারিয়ে ফেলেছে।সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।এই মুহূর্তে এই ধরনের এন. জি.ও রাই মানুষের মধ্যে ফিরিয়ে দিতে পারবে হারিয়ে যাওয়া সেই বিষয় গুলো। তিনি তার বক্তব্যে এই সংগঠনের সকল সদস্যদের অরাজনৈতিক দৃষ্টি ভঙ্গি রাখার পরামর্শ দেন।

    এই অনুষ্ঠানের বিশেষ অতিথি কাবিল পুর হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় মুজিবুর রহমান মহাশয় তাৎপর্য পূর্ন আলোচনা করেন। তিনি তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা বারবার উল্লেখ করেন। এছাড়াও বক্তব্য রাখেন কাবিলপুরের কৃতি সন্তান জয়েন্ট বি ডি ও তারিফ ইসলাম, বিশিষ্ট নাট্যকার রবীনদত্ত, এদিন ট্রাস্ট এর লোগোর মোড়ক উন্মোচন হয় ও মোহাম্মদ ইমরান হোসেনের নিজের হাতে লেখা সঙ্গীত পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সাহিন হোসেন ও জিয়ারুল মল্লিক।