SIR হিয়ারিং এর রিসিভ কপি দিলো হরিপাল বিধানসভা।

সাংবাদাতা : হুগলী, ২৭জানুয়ারি, চন্দনপুরের বাজেদিগরা বুথের হিয়ারিং হল, সুপ্রিম কোর্ট এর নির্দেশ মেনে SIR হিয়ারিং এর রিসিভ কপি দিলো হরিপাল বিধানসভা। ২৭/১/২৬ তারিখে হরিপাল এ প্রায় বিভিন্ন বুথ এর ৪০০০ এর অধিক মানুষের লজিক্যাল ডেসক্রিপন্সি এর কারণে হিয়ারিং ছিল।বিভিন্ন জায়গায় আলাদা আলাদা টেবিল করে বিভিন্ন বুথ এর হিয়ারিং চলছিল। চন্দনপুর পঞ্চায়েত এর বাজেদিগরা বুথ এর ২০৮ জনের হিয়ারিং ছিল এক দিনেই। হিয়ারিং এর পরে অধিকাংশ মানুষ ই সন্তুষ্ট। বাজেদিগরা বুথ এর BLO নাজমুস সায়াদাত জানান যে হিয়ারিং পর্ব সুষ্ঠ ভাবেই মিটলো এবং সকল কে হিয়ারিং এর রিসিভ দেওয়া হয় বলে জানান। তিনি আরো বলেন যাঁরা যথাযথ ডকুমেন্ট প্রদান করেছেন তাঁদের দুশ্চিন্তার কিছু নেই।

    নতুন গতি

    News Publication