|
---|
খান আরশাদ, বীরভূম:
রাজনগর থানার অন্তর্গত রানীগ্রামে দশম শ্রেণীর এক ছাত্রীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিল শুক্রবার। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার দুপুর প্রায় দুটো নাগাদ রাজনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী বিদ্যালয় থেকে নিজের বাড়িতে ফেরে। এরপর বাড়ির ভেতর সিলিং ফ্যানে ওড়নায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় বাড়ির লোকে দেখতে পায়। তড়িঘড়ি ওই ছাত্রীকে রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। রাজনগর থানার পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়। উপস্থিত হন স্থানীয় জনপ্রতিনিধিরাও। রাজনগর থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।