নলহাটিতে বিউটি পার্লারের মহিলাকে গুলি, জখম

 

     

    খান আরশাদ, বীরভূম :

    বিউটি পার্লারের মহিলাকে পর পর গুলি ছুঁড়ে জখম। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটির ৮ নম্বর ওয়ার্ডে। জানা গেছে শনিবার রাত্রি দশটা নাগাদ বীরভূমের নলহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সীমা খানকে । তাঁর একটি বিউটি পার্লার রয়েছে। রাত্রে পার্লার বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তাকে পরপর গুলি ছোড়ে বলে অভিযোগ। তড়িঘড়ি স্থানীয়রা এবং পুলিশের সাহায্যে সিমা খানকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য সীমা খানের সাথে তাঁর স্বামী রাজু খানের বিবাদ চলছিল। অভিযোগের ভিত্তিতেই তাঁর স্বামী রাজু খানের জেল হয়েছিল। জেল থেকে সীমার স্বামী ছাড়া পেতেই এই ঘটনা ঘটেছে। সীমার পরিবারের লোকের অভিযোগের তীর সীমার স্বামীর দিকেই। পুলিশ সীমার স্বামী রাজু খানকে আটক করেছে। সীমার পরিবারের লোক জানিয়েছেন সীমার সাথে তার স্বামীর বিবাদ চলছিল, তার স্বামীই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে অভিযোগ। জেলার পুলিশ সুপার আমন দ্বীপ জানিয়েছেন এই ঘটনায় সীমার স্বামীকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।