| |
|---|
শেখ সিরাজ : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধনিয়াখালীর রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল। প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, লংজাম্প, গুলি চামচ, যেমন খুশি সাজো প্রভৃতি উল্লেখযোগ্য।
এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন মাদ্রাসার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক। ১০০ মিটার দৌড় ও লং জাম্পে সুধাংশু টুডু বিশেষ কৃতিত্বের পরিচয় দেয়। মেয়েদের গুলি চামচ খেলাটি খুবই আনন্দদায়ক হয়। এখানে সিনিয়র বিভাগে প্রথম হয় অরিত্রি মালিক। উইকেটে বল ছোঁড়া খেলাটি খুব উপভোগ্য হয়। সবশেষে যেমন খুশি সাজো প্রতিযোগিতাটি দর্শকদের ভীষণ আনন্দ দান করে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সোমনাথ পিকিরা,সিরাজুল ইসলাম, ঐন্দ্রিলা পাল, সুরজিৎ ভট্টাচার্য, পান্থ মল্লিক ।


