ডাক্তার এস.সি.দেব হোমিও ল্যাবরেটরির ২৫ বছর উদযাপন সাইন্স সিটি অডিটোরিয়ামে

আসাদ আলী, নতুন গতি : গত ১৩ জুলাই ২০২৫, রবিবার সকাল ১০ টা থেকে কলকাতা ছাড়াও দূরদূরান্তের জেলাগুলি থেকে প্রায় তিন হাজার হোমিওপ্যাথি চিকিৎসক গবেষক অধ্যাপক সাহিত্যিক সাংবাদিক প্রমুখ ও গুণীজনের উপস্থিতি অংশগ্রহণের মধ্য দিয়ে ডাক্তার এস. সি. দেব হোমিও ল্যাবরেটরির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ সহ উক্ত সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শ্রী চঞ্চল চন্দ্র দেব ও তার পত্নী সীমা দেব ও পুত্র চন্দ্রনীল দেব সহ সবার একসাথে প্রদীপ প্রজ্জলন ও হ্যানিম্যানের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে। বিশিষ্ট অতিথি বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবিকা শ্রীমতি রিনা দেব, শ্রীমতি সীমা দেব, শ্রী চন্দ্রনীল দেব, ডাক্তার নির্মল মাঝি, বিশিষ্ট ক্রিকেটার সম্ম্বরন ব্যানার্জি, জ্ঞান লোকানন্দ জী মহারাজ, নিমাই ঘোষ, অভিনেতা শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী, ডাক্তার অমরেশ চন্দ্র দেব, ডাক্তার জি.পি সরকার, ডাক্তার দুর্গা শঙ্কর ভড়, ডাক্তার শ্যামল কুমার মুখার্জি, অল বেঙ্গল হোমিওপ্যাথি ডক্টর ফোরামের চেয়ারম্যান ডাক্তার কে এ মহিত, হোমিও মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাক্তার রাম জি সিং, ডাক্তার মিলন সেনগুপ্ত, ডাক্তার মিহির সেন, ডাক্তার গৌতম নাগ, ডাক্তার হাসান মির্জা ওয়েল ফেয়ার ট্রাস্টের কর্ণধার ডাক্তার এন হক, কবি, সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী (এই কলমচী),’বেডস’এর কর্ণধার আমিরুল ইসলাম, ডাক্তার আশিস রায়, ডাক্তার শান্তনু ভাদুড়ি, ডাক্তার কানওয়ার সিং, ডাক্তার মনোজিৎ সিং, ডাক্তার সমীর লোধ,ডাক্তার এমদাদ হোসেন, ডাক্তার সৈকত চক্রবর্তী, কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার রজত চট্টোপাধ্যায়, মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার হিমাংশু মাইতি, নিতাই চরণ চক্রবর্তী হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার জয়দেব ঘোষ, প্রতাপ চন্দ্র মন্ডল মেডিকেল কলেজ অধ্যাপক ডাক্তার শান্তনু ঘোষ, ডাক্তার সুনির্মল সরকার, ডাক্তার এস কে শামসুর রহমান, ডাক্তার রতন বোস, ডাক্তার সুকান্ত বিশ্বাস, ডাক্তার মালা বিশ্বাস, ডাক্তার দেবাশীষ দাস, ডাক্তার সুখেন্দু নস্কর, কল্যাণ সেন বরাট ও তাঁর দল। অম্বরিষ মুখার্জি গানে একেবারে মাতিয়ে দেন। বিশিষ্ট অতিথি বৃন্দদের উত্তরীয় ও সুদৃশ্য মোমেন্টো দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় । সমস্ত অতিথিদের জন্যই ছিল উপহার। স্বাগত ভাষণ দেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মিস্টার চঞ্চল চন্দ্র দেব মহাশয়। বক্তব্য রাখেন স্বামী জ্ঞান ও লোকানন্দ জি্ মহারাজ, প্রাক্তন বিধায়ক ডাক্তার নির্মল মাঝি। শ্রী নিমাই ঘোষ, বিশিষ্ট ক্রিকেটার সম্বরন ব্যানার্জি, অভিনেতা শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী, শ্রীমতি রিনা দেব , সংস্থার ভিডিও উদ্বোধন করেন শ্রীমতি রিনা দেব ,সঞ্চালনায় ছিলেন মিস্টার খাস কৌশিক ও মধুমন্তি মৈত্র। ডোনা গাঙ্গুলীর ও তাঁর দলের অসাধারণ নৃত্য সবাইকে মুগ্ধ করে। বড়ো পর্দায় দেখানো হয় বেশ কিছু বিষয় যা থেকে জানা যায় মানব দরদী এই সংস্থার মানুষের জন্য কি বিশাল কর্ম যোগ্য যেমন-’লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড’,’কামাখ্যা বালক আশ্রম’, ‘ডাঃ হাসান মীর্জা ওয়েলফেয়ার ট্রাস্ট’, ‘গ্ৰোথ গ্ৰীন(দ্য রোড সাইড ট্রি লাভার্স অরগানাইজেশন)’,’আরশিনগর’ প্রভৃতি সংস্থার জন্য দরাজ হাতে নিয়মিত কাজ করে যাওয়ার মতো মানবিক কাজের উদাহরণ। তাঁদের কতৃপক্ষ কে আমন্ত্রিত করে সম্বর্ধনা দিয়ে উৎসাহিত করা। ছিল চা, টিফিন ও দুপুরে লাঞ্চের ব্যাবস্থা।