| |
|---|
নিজস্ব সংবাদদাতা : আমডাঙ্গা আদর্শ টিচার্স ট্রেনিং কলেজে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের ১৩৭তম জন্মদিন ও জাতীয় শিক্ষা দিবসের অনুষ্ঠান পালন করা হয়। সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের অধ্যাপক ড. আজিজুল বিশ্বাস তাঁর জীবন ও ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এদিন অনুষ্ঠানের শুরুতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন কলেজের অধ্যক্ষ ড. সুমন কুমার ঘোষসহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা। মক্কায় জন্মগ্ৰহণ করে আবুল কালাম আজাদ কলকাতায় এসে কিভাবে ভারতের উচ্চ শিক্ষার প্রসারে বহুমুখী অবদান রাখতে সক্ষম হলেন সেকথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অধ্যাপক বজলুর রহমান, অধ্যাপক ইমদাদুল হক প্রমুখ। স্থানীয় শুড়িয়া মৌলানা আজাদ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী বাসুদেব পাল, শুড়িয়া আওয়ালসিদ্ধি জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক, জিরাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নরেন্দ্রনাথ ওরাং, হিসাবী পারুলিয়া শিশু শিক্ষা কেন্দ্র ও জিরাট শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান যথাক্রমে সাহারা খাতুন ও আঞ্জুয়ারা বিবিকে সংবর্ধনা জানানো হয়। কলেজের শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন। ধন্যবাদ জ্ঞাপন করে কলেজ পরিচালন সমিতির সভাপতি ও হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন জানান, তারা আগামী বছর থেকে প্রতিবছর আবুল কালাম আজাদের জন্মদিনে স্মারক বক্তৃতার আয়োজন করবেন।


