|
---|
সংবাদদাতা,উলুবেড়িয়া, হাওড়া : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে হাওড়ার উলুবেড়িয়া থানার বারাগোহাল মেরিটকেয়ার মিশনে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘স্মরণে মননে বিশ্বনবী’ শীর্ষক এই আয়োজনে ছাত্র-ছাত্রীদের পরিবেশনা সকলকে মুগ্ধ করে। ১২ই রবিউল আউয়াল উপলক্ষে দিনব্যাপী এই অনুষ্ঠানে গজল, নজরুলগীতি, আবৃত্তি, কেরাত, বক্তৃতা এবং চিত্র প্রদর্শনী সহ নানা ধরনের আয়োজন ছিল।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছাত্র-ছাত্রীদের পরিবেশিত বিভিন্ন পরিবেশনা। চতুর্থ শ্রেণির ছাত্রী মাইমুনা খাতুনের ‘দ্যা প্রফেট মুহাম্মদ’ শীর্ষক বক্তৃতা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া, সপ্তম শ্রেণির দুই ছাত্রী খাদিজা আখতার রেজায়ি ও নাদিয়া সুলতানের ‘রক্তাক্ত তায়েফ’ এবং ‘শিশুনবী মুহাম্মদ’ শীর্ষক বক্তব্য বিশেষ নজর কেড়েছে।
মিশনের শিক্ষক-শিক্ষিকারাও এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ‘মানবতার আদর্শ শিক্ষক হযরত মুহাম্মদ (সা.)’ শিরোনামে বক্তৃতা দেন রেজাউল হক, আনসারুল আব্বাস, সেখ সরিফুল ইসলাম, তনুশ্রী ঘোষ, জ্যোৎস্নারা সেখ, সেখ মাহমুদুল হাসান এবং মুকিমা খাতুন। মিশনের সাংস্কৃতিক শিক্ষক আব্দুর রকিব এবং সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ‘রহমাতুল্লিল আলামিন’ শীর্ষক সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের সভাপতি মুবাইদুল ইসলাম মোল্লা এবং সম্পাদক এম এম আব্দুর রহমান। এছাড়া, বহু অভিভাবকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই আয়োজনকে আরও সফল করে তুলেছে। সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন মিশনের অফিস সেক্রেটারি ঝুমা দাস। বিশ্বনবী দিবস উপলক্ষে আগত সকলকে মিষ্টিমুখ করানো হয়। এই আয়োজনটি বিশ্বনবীর আদর্শ ও শিক্ষাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করবে বলে আশা করা যায়।