এবার দলুয়াখাঁকি যাওয়ার পথে বাধা পেলেন সমাজকর্মী অম্বিকেশ মহাপাত্র

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নওশাদ সিদ্দিকি, সুজন চক্রবর্তীদের পর এবার দলুয়াখাঁকি যাওয়ার পথে বাধা পেলেন সমাজকর্মী তথা অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র ও তাঁর দলবল। সোমবার ‘আমরা আক্রান্ত’ সংগঠনের তরফে সেখানে যাওয়ার পথে মনসাতলার কাছে তাঁদের পথ রোধ করে পুলিশ। জানিয়ে দেওয়া হয়, গ্রামে যাওয়া যাবে না। এ নিয়ে কিছুক্ষণ পুলিশ আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ তর্কাতর্কি হয় অম্বিকেশ মহাপাত্রর। মাঝপথ থেকেই ফিরতে হয় তাঁদের।