ছটপুজোর অনুষ্ঠানেও কেন্দ্রবিরোধী সুর চড়ালেন মমতা

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ছটপুজোর অনুষ্ঠানেও কেন্দ্রবিরোধী সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে কলকাতার একাধিক ঘাটে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ পুরসভার একাধিক নেতা। এদিন ছটপুজো উপলক্ষে রাজ্যে ২ দিন ছুটি ঘোষণা করলেন তিনি।

    প্রথমে মুখ্যমন্ত্রী যান তক্তাঘাটে। সেখানে তিনি বলেন, “বাংলায় আমরা সমস্ত উৎসবে ছুটি দিই। ছটপুজোতেও ২ দিন ছুটি। আপনারা জানেন, দিল্লি কিছুতে ছুটি দেয় না। কিন্তু আমরা দিই। ইদ, ছটপুজো সবেতে দিই।”

    এরপর দইঘাটে তিনি বলেন, “অনেকে বলে, আমি কেন ছটপুজোতেও আসি। আমি আসব। কারণ, ছটপুজো যাঁদের উৎসব, সেই বিহারি ভাই-বোনেরা আমাদেরই ভাই-বোন। তাঁরা অনেকে বাংলায় থাকেন। সকলেই আমাদের। আর আমি নিজেও সূর্যের উপাসক। রোজ মন্ত্র পড়ে সূর্য প্রণাম জানাই। তাই এই উৎসব আমারও উৎসব।”

    উল্লেখ্য, ছটপুজোয় পুণ‌্যার্থীদের যাতে কোনও সমস‌্যা না হয় সেদিকে খেয়াল রাখতে আরও একবার ময়দানে নামছে ‘অভিষেকের দূত’। বি গার্ডেন, রামকৃষ্ণপুর ঘাট, নমক গোলা ঘাট, বেলুড় জগন্নাথ ঘাট-সহ ১০০টির বেশি ঘাটে পুজো চলার সময় হাজির থাকবেন অভিষেকের দূতেরা। হাওড়ার নানা ঘাটে দলের তরফ থেকে এই কর্মসূচিতে দলের প্রতিনিধিরা থাকলেও, রাজ্যের আরও একাধিক এলাকায় দলের তরফ থেকে প্রতিনিধিরা থাকবেন।