|
---|
নূর আহমেদ,মেমারি : ১৯ শে অগ্রহায়ণ, পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত ছিনুই ব্রিজ এলাকার ঘটনা, ঘটনাটি ঘটে গতকাল রাতে। পুলিশ সূত্রে জানা যায় সুমন চ্যাটার্জী নামের এক ব্যক্তি দুই বন্ধুর সঙ্গে রসুলপুরের দিক থেকে মেমারির দিকে আসছিল, এমন সময় ধৃত ওই তৃণমূল কর্মী ছিনুই ব্রিজ এলাকায় রাস্তার মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি এবং বাকবিতণ্ডা করছিল রাস্তা জুড়ে, রাস্তা থেকে সরে যেতে বলার জন্য,এমন সময় গাড়ি থেকে, নেমে রাস্তা থেকে সরে যেতে, বলায়,ধৃতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে সুমন চ্যাটার্জী নামের ওই ব্যক্তি,প্রসঙ্গত সুমন চ্যাটার্জির উপর, ধৃত ব্যক্তি সহ বেশ কয়েকজন চড়াও হয় এবং ধৃত ব্যক্তি ধারালো ছুরি বের করে, সুমন চ্যাটার্জি নামের ওই ব্যক্তির উপর চড়াও হয়, সুমন চ্যাটার্জি নিজেকে আত্মরক্ষার জন্য হাত দিয়ে আটকাতে গেলে, ছুরির কোপ তার হাতের ওপর পড়ে,গুরুতরভাবে জখম হয় সুমন চ্যাটার্জি নামের ওই ব্যক্তি। ঘটনার পর পরই, জখম সুমন চ্যাটার্জিকে তড়িঘড়ি মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।মেমারি গ্রামীণ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতির অবনতি হওয়ায়, বর্ধমান হাসপাতালে রেফার করেন। মেমারি থানায় আজ রবিবার সকালে, অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের হয়। মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে। এবং আজ সকালে কৃষ্ণ বাজার থেকে, অভিযুক্ত শেখ শওকত ওরফে ভোলা নামের তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে। এবং রবিবার বেলায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে।