রক্তদান শিবির

আয়ুব আলি : উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল বিধানসভার মামুদপুর তৃনমূল কগ্রেস ১৯ শে নভেম্বর বুধবার রক্তদান শিবির উদ্বোধন করলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম, উপস্থিত ছিলেন বারাকপুর ১ পঞ্চায়েত সমিতি র সভাপতি মৌমিতা দে, মামুদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার, মামুদপুর তৃনমূল কংগ্রেসের সভাপতি পার্থ সারথি পাত্র, তৃনমূল কগ্রেস নেতা সোমনাথ তালুকদার, মামুদপুর তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি সুরঞ্জন মালাকার প্রমুখ সকলেই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী র প্রতিকৃতিতে মাল্যদান করেন।