| |
|---|
সেখ আব্দুল আজিম চন্ডীতলা) 25 26 27 ২০২৬ তিন দিন ব্যাপী নবাবপুর অঞ্চলের গুড়গুড়ি পোতা সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় দিবারাত্রি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হলো নবাবপুর অঞ্চলে ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে। উপস্থিত ছিলেন চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার এ ছাড়া চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সেখ মোশরাফ আলী এছাড়া নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক এছাড়া উক্ত পঞ্চায়েতের সদস্য বৃন্দ এবং ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কাদের মল্লিক সহ বিশিষ্ট গুণীজন বৃন্দ। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় জুবায়ের টনচ সেন্টার মল্লিকপাড়া বনাম গুড়গুড়ি পোতা সমাজ কল্যাণ সমিতি। জয়ী হয় জুবায়েরের টনচ সেন্টার মল্লিকপাড়া। রানার্স এবং উইনার্স দলকে ট্রফি সহ প্রাইজ মানি দেওয়া হয়। ম্যান অব দ্যা ম্যাচ ম্যান অব দ্যা সিরিজ ক্রিকেটার দের পুরষ্কৃত করা হয়। তিন দিনের ক্রিকেট খেলায় ৮ থেকে ৮০ বছরের বৃদ্ধারা মেতলেন। নবাবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আশিক ইকবাল মল্লিক এবং গুড়গুড়ি পোতা সমাজকল্যাণ সমিতির সদস্য আসমাউল মোল্লা। (ওরফে মালি) জানালেন তিনদিনের ক্রিকেট খেলায় সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সকল ক্রীড়া প্রেমী এবং উপস্থিত অতিথিদের আন্তরিক অভিনন্দন জানালেন।


