| |
|---|
পারিজাত মোল্লা : সাই কমপ্লেক্স, সল্টলেকে মঙ্গলবার শুরু হল স্পেশাল অলিম্পিকস ভারত ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫। দেশের ২২টি রাজ্য থেকে অংশ নিতে আসা অ্যাথলিটদের দক্ষতা, শৃঙ্খলা ও খেলাধুলার স্পিরিটে ভরপুর এই সপ্তাহব্যাপী প্রতিযোগিতা। বুদ্ধিবিকাশ ও মানসিক প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মূল স্রোতে নিয়ে আসার লক্ষ্যে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুশীল পোদ্দার। পাশাপাশি উপস্থিত ছিলেন দেবাশিস দত্ত, ডিরেক্টর – বিগিএস গ্রুপ, প্রেসিডেন্ট – মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব এবং চেয়ারম্যান – স্টেট কাউন্সিল, সিআইআই। উপস্থিত ছিলেন রুচিকা গুপ্ত, আইটি হেড ও প্রেসিডেন্ট – সানমার্গ; অরুণা তন্তিয়া, ডিরেক্টর – আইএলএস হাসপাতাল; এবং রাজিত ভূতোরিয়া, ডিরেক্টর – দ্য স্টাডেল। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক সমর্থনের একটি দৃঢ় বার্তা দেয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্পেশাল অলিম্পিকস ভারত – পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট সিএ পবন কুমার পাতৌডিয়া বলেন,
“স্পেশাল অলিম্পিকস ভারত বহু বছর ধরে ক্রীড়া প্রশিক্ষণ, স্বাস্থ্যপরিষেবা ও নেতৃত্ব গড়ে তোলার কর্মসূচির মাধ্যমে বুদ্ধিবিকাশ ও মানসিক প্রতিবন্ধী শিশু ও প্রাপ্তবয়স্কদের পাশে রয়েছে। আমাদের লক্ষ্য—তাদের সমাজের প্রান্তে নয়, মূল প্রবাহে প্রতিষ্ঠা করা।”


