| |
|---|
সঞ্জয় মন্ডল, বাঁকুড়া: ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে স্থানীয় কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল কয়েকদিন ধরেই। গতকাল এই ক্ষোভ গণ বিক্ষোভের আকার নেয়। প্রসঙ্গত উল্লেখ্য গত মঙ্গলবার দুপুরে ধানের জমিতে বাঁকুড়ার ছাতনার সরবেড়িয়া গ্রামের বছর বারোর কিশোর সন্দীপ রানাকে সাপে কামড়ায়। পরিবারের পক্ষ থেকে জানা গেছে সাপে কামড়েছে বুঝতে পেরে পাঁচ মিনিটের মধ্যে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছায় সন্দীপ।
হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সন্দীপ কে দ্রুত এন্টিভেনাম দেওয়ার পরিবর্তে অভিভাবককে ডেকে আনার নির্দেশ দেয়। অভিভাবককে ডেকে আনার পরেও এন্টিভেনাম দেওযার পরিবর্তে চিকিৎসক তার পরিবারকে জানান যে সাপে কামড়ায়নি সন্দীপকে, অন্য কোথাও আঘাত লেগেছে এমনটাই দাবী করেন। কিন্তু পরিবারের লোক চাপ সৃষ্টি করলে সন্দীপকে বাঁকুড়া মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কারণে বাঁকুড়া মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় বুধবার সন্ধ্যে ছটা নাগাদ সন্দীপের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার আপামোর মানুষের মধ্যে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল এর বিরুদ্ধে তীব্র ক্ষোভের আগুন জ্বলছে। গতকাল সরবেড়িয়া মানুষ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে গণ বিক্ষোভ এ সামিল হয়। পুলিশ হাসপাতাল চত্বরে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবী মৃত কিশোরের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় মানুষদের পক্ষ থেকে দাবি করা হয় যে ছাতনা সুপার স্পেশালিটি হসপিটালের যে চিকিৎসকের গাফিলতিতে ১২ বছরের সন্দীপ রানাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হল অবিলম্বে তাকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


