ডায়াবেটিস থামাতে পারে না জীবন—অসাধারণ ফুটবল প্রীতিম্যাচে বার্তা মালদায়

ডায়াবেটিস থামাতে পারে না জীবন—অসাধারণ ফুটবল প্রীতিম্যাচে বার্তা মালদায়

    মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, মালদা: যেখানে বলা হয়– স্বাস্থ্যই সম্পদ, সেখানে ক্রমবর্ধমান জীবনযাত্রার সমস্যায় ডায়াবেটিস আজ বহু মানুষের নিত্যসাথি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের সুস্থভাবে, আনন্দে বাঁচার উৎসাহ দিতে এক অভিনব উদ্যোগ দেখা গেল মালদায়। সুগার আক্রান্ত রোগীদের নিয়ে আয়োজিত হলো এক অনন্য ডায়াবেটিস প্রিমিয়ার লিগ ফুটবল প্রীতিম্যাচ।

     

    ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে হান্নান মাল্টিস্পেশালিটি হাসপাতাল এর উদ্যোগে সুজাপুর হাতিমারী মাঠে ডায়বেটিস রুগীদের নিয়ে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। এই খেলায় দুটি দল ইন্সুলিন ওয়ারিয়ার্স (ডায়াবেটিস টাইপ-১) বনাম সুগার স্ট্রাইকারদের (ডায়াবেটিস টাইপ-২) ম্যাচটি ঘিরে জনউন্মাদনা তৈরি হয়। সুগার স্ট্রাইকার ১-০ গোলে জয়লাভ করে।

     

     

    উভয় দলে ছিলেন বিভিন্ন বয়সের ডায়াবেটিস রোগীরা। খেলায় অংশ নিয়ে তারা প্রমাণ করলেন— নিয়মিত শরীরচর্চা, সঠিক খাদ্যাভ্যাস ও মানসিক শক্তি থাকলে ডায়াবেটিস আক্রান্তরাও স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করতে পারেন।

     

    সংস্থার কো-ফাউন্ডার ডা তাহির হোসেন জানান, ডায়বেটিস টাইপ-১ এবং টাইপ-২ তে আক্রান্তদের নিয়ে দল গড়া হয়। “ডায়াবেটিস মানেই জীবন থেমে যাওয়া নয়। খেলাধুলা, হাঁটা, ব্যায়াম ও সচেতনতা মানুষকে আরও দীর্ঘ ও সুন্দর জীবন দিতে পারে।”

     

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট ডা আশুতোষ রায়, সমাজকর্মী আব্দুল হান্নান সহ অন্যান্য অতিথিবৃন্দ। তারা এই উদ্যোগকে যুগান্তকারী বলে আখ্যা দেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের আশ্বাস দেন।