উৎসবের মধ্যে ও-নেগেটিভ সহ ৫ ইউনিট রক্তের জোগান দিলো রক্তযোদ্ধারা।

সংবাদদাতা : আজ সাগরদিঘী সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসাধীন রোগী শান্তি হাসদা ও রেশমিনা বেগম এছাড়া বহরমপুর মেডিক্যাল কলেজের চিকিৎসাধীন স্বপন মন্ডল ও জঙ্গিপুর সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসাধীন সোনা খাতুন পাশাপাশি বহরমপুর এর একটি বেসরকারি নার্সিংহোম চিকিৎসাধীন রাজো বিবি এদের প্রত্যেকের রক্তের ব্যবস্থা করে দেওয়া হয় ট্রাস্টের রক্তযোদ্ধা সামাদ সেখ, রানা মির্জা, ও সম্পাদক সঞ্জীব দাস, ও মিঠুন দাসের সহযোগিতায় রক্তদাতা মোসারোফ হোসেন , এক্সচেঞ্জ ডোনার আক্তারুল সেখ , বিধান ও আরিফ হোসেন। প্রত্যেক রক্তদাতাকে ট্রাস্টের পক্ষ থেকে একটি করে ‘চারাগাছ’ হাতে তুলে দিয়ে সংবর্ধিত করা হয়।

    ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন পূজোর আনন্দের মধ্যেও আমাদের রক্তদান প্রায় প্রতিদিনই চলছে, যেন কোনো রোগীকে সমস্যায় না পড়তে হয়, তিনি বলেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের রক্তযোদ্ধারা যে কোনো পরিস্থিতিতে মানুষের সেবায় ছিলো এবং থাকবে। ট্রাস্টের পক্ষ থেকে রক্তদাতাদের জানাই বিশেষ বিশেষ ধন্যবাদ পাশাপাশি রোগীদের দ্রুত সুস্থতা কামনা করি।