|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই টেক্সাসের আরেকটি স্কুলের – বার্কনার হাই স্কুল – বাইরে ফের আগ্নেয়াস্ত্র হাতে ঘুরে বেরাতে দেখা গেল এক নাবালক ছাত্রকে।খবর পেয়ে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, সে বার্কনার হাই স্কুলেরই ছাত্র। তাকে আটক করা হলেও মেলেনি কোনো অস্ত্র। তার গাড়িতে তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও নকল রাইফেল পাওয়া গেছে। তার বিরুদ্ধে স্কুল চত্বরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরার মতো একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।