|
---|
সুন্দরবন মৈপিঠ কোষ্ঠাল থানার বড়ো বাবু প্রদীপ পাল ও তার টিম আটক করলেন পাঁচ বাংলাদেশীকে
বাবলু হাসান লস্কর : ২০/০৩/২১ তারিখ ভোর ৩ টা নাগাদ কুলতলির মৈপিঠ কোস্টাল থানার অধীনে মৈপিঠ বৈকুন্ঠপুর জিপির কিশোরী মোহনপুরের শ্রীকান্ত পল্লী নদীবাঁধ এলাকায় অপরিচিত ৫ ব্যক্তি কে দেখতে পেয়ে স্থানীয় মৈপিঠ কোষ্ঠাল থানায় খবর দেন এলাকার মানুষ জন। আর এই খবর পেয়ে কোষ্ঠাল থানার OC প্রদীপ পাল এর নির্দেশে ASI SAMIR CH PRAMANIK ও ASI DEBESH DEY তাদের কে ধরে নিয়ে আসেন । এলাকার এক মৎস্য জীব কে ধৃত পাঁচ ব্যক্তি বলেন আমাদের ট্রলার নদীতে ডুবে যায় আমরা সাঁতরে তীরে আসতে পেরেছি আমাদের আরো দশ জন সঙ্গী দের খোঁজ পাইনি । এ কথা শুনে তাদের কে সাইমারির খাল নেয়ার কেঁদো দ্বীপ (সুন্দরবন কোষ্ঠাল থানার অধিন) ওখান থেকে তাদের কে উদ্ধার করে নিয়ে এসে নৌকা থেকে নামিয়ে দেন ।পরে খবর পেয়ে মৈপিঠ কোষ্ঠাল থানায় অফিসার তাদের কে ধরে জিজ্ঞাসাবাদ করেন । তাতে জানা যায় পাঁচ জন উদ্ধার করা ব্যক্তিদের বাড়ি বাংলাদেশে । তারা বলেন ট্রলার ডুবে ভাসতে ভাসতে জঙ্গলে ওঠে ।এখন ওনাদের কে থানায় নিয়ে যায। ব্যক্তিদের নাম:_
1, শেখ ফরিদ বয়স ৩৭
2, সুলেমান বয়স ৩৭
3, হুমায়ুন কবীর বয়স ২৫
4, মেজো মা উদ্দিন,বয়স ৫০
5, আনোয়ার হোসেন, বয়স ২০
গতকাল সুন্দরবন কোষ্ঠাল থানার অধিন এক বাংলাদেশী ট্রলার ধরা পড়ে তাতে বাংলাদেশী কাপড় সহ একাধিক মালপত্র পাওয়া যায় । কিন্তু ট্রলারে কোন ব্যক্তি কে দেখা মেলেনি। আজ মৈপিঠ কোষ্ঠাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক রা পাঁচ জন কে বারুইপুর কোটে পাঠানোর ব্যবস্থা করেন । গত কালের ট্রলার এর সাথে এদের যোগাযোগ আছে কিনা তার সন্ধানে মৈপিঠ কোষ্ঠাল থানার আধিকারিকরা তদন্ত করছেন ।