ভান্ডারহাটী তিলক সাধারন পাঠাগারে শতবর্ষের আলোকে স্মরণিকা প্রকাশ ও মনোজ্ঞ অনুষ্ঠান

শেখ সিরাজ ‌: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হুগলির ধনিয়াখালি ব্লকের ভান্ডারহাটি তিলক সাধারণ পাঠাগারের উদ্যোগে পাঠাগারের মুক্তমঞ্চে ঘরোয়া পরিমণ্ডলে গুণীজন সমাবেশে 5 নভেম্বর বুধবার “শতবর্ষের আলোকে স্মরণিকা ” আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো। ভান্ডারহাটির সংগীত সপ্তপর্ণীর সদস্যা ছন্দের উদ্বোধনী সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার রঞ্জিত হালদার, বিশিষ্ট সাহিত্যিক জারিফুল হক ,বিশিষ্ট শিক্ষাবিদ অমরনাথ মন্ডল, চন্দন হালদার, লেখিকা ও শিক্ষিকা অমিয়া বন্দ্যোপাধ্যায় ,শুভ্রা ঘোষ দে ,সাংবাদিক বিদ্যুৎ ভৌমিক, পাঠাগারের সম্পাদক দীনবন্ধু ঘোষ, পাঠাগারের সভাপতি রজত চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে কবিতা ,আবৃত্তি, সংগীত ,নৃত্য ,শ্রুতি নাটক ইত্যাদি পরিবেশিত হয়। স্মরণিকার মোড়ক উন্মোচন করেন এদিনের সম্মানীয় অতিথিরা। স্বরচিত কবিতা পাঠ করেন চপল চ্যাটার্জি, গৌরী মুখার্জি, প্রমূখ। নৃত্যে পরী মজুমদার,অনুশ্রী চক্রবর্তী, অশোকা ঘোষাল, তৃষিতা দে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন। স্বাগত ভাষণ দেন পাঠাগারের গ্রন্থাগারিক তরুণ দত্ত। এছাড়া বক্তব্য রাখেন রঞ্জিত হালদার, জারিফুল হক, দীনবন্ধু ঘোষ প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন চন্দন হালদার।