বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনী মেলা

এম ওয়াহেদুর রহমান,রতুয়া, মালদহ : রতুয়া ১ নং ব্লকের অন্তর্গত সামসী ,মতিগঞ্জের ইউনাইটেড অ্যাকাডেমির পরিচালনায় অ্যাকাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একটি বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই প্রদর্শনী মেলার শুভ সূচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইউনাইটেড অ্যাকাডেমির সম্পাদক মোহা : ইশাহাক। ‘ শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজন বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনী ‘ শীর্ষক আলোচনা সভায় অংশ গ্ৰহন করেন সাহিত্যিক ও নাট্যকার এম ওয়াহেদুর রহমান,সামসী কলেজের ভুগোল বিভাগের অধ্যাপক ড.রামেশ্বর মুখার্জি, বিশিষ্ট শিক্ষক মোহা:রফিকুল ইসলাম , শিক্ষক মোহা: সাহাবুদ্দিন প্রমুখ । এম ওয়াহেদুর রহমান বলেন, সময়ের প্রেক্ষাপটে বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনীর গুরুত্ব শিক্ষার্থীদের নিকটে অতিব গুরুত্বপূর্ণ। কেননা এই প্রদর্শনী শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতার সাথে সাথেই হাতে কলমে শিক্ষা দান করে।এই বিজ্ঞান মেলা ও প্রদর্শনীতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ষাট টি মডেল প্রদর্শন করেন। অংশ গ্ৰহন কারি ছাত্র মোহা : সুমন ও ছাত্রী কারিমা ইয়াসমিন বলেন , আমরা বিজ্ঞান মেলায় অংশ গ্ৰহন করতে পেরে খুব গর্বিত, এটা আমাদের শিক্ষা জীবনের চলার পথে পাথেয় হয়ে থাকবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক অমিতাভ পাট্টাদার , অধ্যাপক আমিনুল ইসলাম, বিশিষ্ট শিক্ষক মাসবুল হক, অধ্যাপক মুর্শেদুল হাসান প্রমুখ। বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনী কমিটির পক্ষে অধ্যাপক ড .আমিনুল ইসলাম বলেন, আমি সকলের আন্তরিক সহযোগিতায় আমরা আজকে এই বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনী করতে সক্ষম হয়েছি। আশা করি আগামী দিনে আরো বৃহত্তর বিজ্ঞান মেলা ও প্রদর্শনী করবো, যেন শিক্ষার্থীরা শিক্ষার সাথে সাথেই সৃজনশীলতায় উদ্যোগী হতে পারে। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনাইটেড অ্যাকাডেমির প্রধান শিক্ষক মাহাফিজুর রহমান।