শিক্ষারত্ন পেলেন বাঁকুড়ার ডঃ প্রসেনজিৎ সরকার

আর এ মন্ডল,কোতুলপুর : বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের “ছোট গোবিন্দপুর এস এন পাঁজা হাইস্কুল” এর প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর প্রসেনজিৎ সরকার (বর্তমানে কোতুলপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিযুক্ত)। তিনি, ৩০ আগস্ট ২০২২ তারিখে রাজ্য শিক্ষা দফতর থেকে “শিক্ষারত্ন”-পুরষ্কারে নাম নথিভুক্ত হওয়ার সংবাদ পান।
আদর্শ শিক্ষকের হাতে রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরষ্কার তুলে দেন জেলা শাসক কে রাধিকা আইয়ার মহাশয়া। ঐ দিনই ২৫ হাজার টাকার চেক প্রাপ্তির পর, ১৫ হাজার টাকা ছোট গোবিন্দপুর এস এন পাঁজা হাইস্কুলের ফাণ্ডে জমা দেন। প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় ঐ স্কুলের মধ্যে সেরা ছাত্র/ছাত্রীকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয় এবং অবশিষ্ট ১০ হাজার টাকার বই পত্র দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের পঠন-পাঠনের জন্য দান করার কথাও বলেন।
এই বিষয়ে জানালেন ছোট গোবিন্দপুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিক আহমাদ এবং স্কুল কমিটির সভাপতি কুন্তল কুমার মন্ডল।
উল্লেখ্য যে, শিক্ষক পিতা রঞ্জিত সরকারের উপযুক্ত সন্ত্বান ডঃ প্রসেনজিৎ সরকার (কোতুলপুর উচ্চ বিদ্যালয়েরই ছাত্র ছিলেন এবং তৎকালীন সময়ে পিতা ছিলেন শিক্ষক)। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারেও ভূষিত হয়েছেন। পেয়েছেন ন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড, রাজ্যের সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ” ই এল সি” কাজের জন্য স্টেট আওয়ার্ড, প্রাক্তন জেলাশাসক ডক্টর উমাশঙ্কর এস মহাশয়ের নিকট থেকে পেয়েছেন জেলার সেরা শিক্ষকের সম্মাননা পুরষ্কার এবং লোক আদালতের বিচারক হিসাবেও কাজ করেছেন। এছাড়াও নাইজেরিয়া থেকে পেয়েছেন- “ওয়ার্ল্ড জিনিয়াস রেকর্ড,” অ্যাওয়ার্ড।ডঃ প্রসেনজিৎ সরকার ছোট গোবিন্দপুর এস এন পাঁজা হাইস্কুলের প্রধান শিক্ষক পদে থাকাকালীন নির্মল বিদ্যালয় ও স্বচ্ছ বিদ্যালয়ের স্বীকৃতি স্বরূপ শিক্ষা প্রতিষ্ঠানটি পুরস্কৃত হয়। বিশিষ্ট সমাজসেবী,সাহিত্যিক হিসাবেও সুপরিচিত মানুষটির জন্য শুধু দুই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী,শিক্ষক শিক্ষিকারাই নয় এলাকার মানুষদের মধ্যেও খুশির খবর।সেই সাথে জেলাবাসীরাও আনন্দিত উচ্ছ্বসিত গর্বিত।