|
---|
নিজস্ব সংবাদদাতা : গত 30 অগস্ট থেকে 4 সেপ্টেম্বর আসানসোলে অনুষ্ঠিত হয় 54তম রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপ ৷ তাতে অংশগ্রহণ করেছিলেন কলকাতা পুলিশের শুটিংয়ে পারদর্শী পুলিশ আধিকারিকরা। তাতে ব্যাক্তিগত ও দলগত ইভেন্টে একাধিক পদক পেয়ছেন তাঁরা ৷লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের তরফ থেকে স্পেশাল টাস্ক ফোর্সের (STF) যুগ্ম কমিশনার ভি সলমন নেশা কুমার ওই প্রতিযোগিতায় সোনা পেয়েছেন ৷ তিনি ব্যক্তিগত 22 স্ট্যান্ডার্ড পিস্তলে এই জয় পেয়েছেন। এছাড়াও কলকাতা পুলিশের কনস্টেবল রাকেশ বিশ্বাস ব্যক্তিগত ব়্যাপিড ফায়ার পিস্তলে রূপো পেয়েছেন। পাশাপাশি সুবর্ণ দত্ত চৌধুরী কলকাতা পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ সাবারবান ডিভিশন তিনিও ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন।পুলিশএছাড়াও এই চ্যাম্পিয়নশিপে সুদীপ্তা পাল অংশ নেন ৷ তিনি কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ৷ তিনি ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়েছেন ওপেন সাইট রাইফেলে। এখানেই শেষ নয়, কলকাতা পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ সুবর্ণ দত্ত চৌধুরী ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর অমিত কান্তি দেব এবং সাব-ইন্সপেক্টর সঞ্জয় কুমার হলদি তাঁরা প্রত্যেকেই কলকাতা পুলিশের মুখ উজ্জ্বল করেছেন।