ফের দল বদল, বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ূন কবির

আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ: আজকে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুব্রত সাহার হাত ধরে ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুমায়ূন কবির। আজকে এই যোগদান সভায় তৃণমূল কর্মীদের উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায়। যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুব্রত সাহা, জেলা তৃণমূল সভাপতি ও মুর্শিদাবাদ লোকসভা সংসদ আবু তাহের খান, জেলা তৃণমূল কো-অর্ডিনেটর সৌমিক হোসেন। জঙ্গিপুর লোকসভা সংসদ খলিলূর রহমান, অশোক দাস সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

    আজকের এই যোগদান সভায় এতটাই জনগণ ছিল যে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি, তাই মুর্শিদাবাদ জেলা সভাপতি আবু তাহের খান প্রশাসনের কাছে ক্ষমা চান, এবং যেই সমস্ত কর্মীরা উপস্থিত হয়েছেন তাদের কে তিনি ধন্যবাদ জানান।

    আজকের এই যোগদান সভা থেকে জেলা তরুণ চেয়ারম্যান সুব্রত সাহা বলেন – আজকে হুমায়ূন কবিরের দলে যোগদান করাই জেলার ২২ টা বিধানসভা আসনে আরো মজবুত হয়ে গেলো তৃণমূল কংগ্রেস, আজকে হুমায়ূন কবির শপথ করেছেন যে তৃণমূল কংগ্রেসের অবস্থা যেমনই হোক না কেন আজীবন আমি তৃণমূল কংগ্রেসের থাকবো। আজকে ওনার দলে যোগদানের প্রধান ভূমিকার খেতাব সৌমিক হোসেন কে দেন সুব্রত সাহা। সৌমিক হোসেন কে অনেক অনেক ধন্যবাদ জানান উনি, এই রকম একটা অনুষ্ঠান করে হুমায়ুন কবির কে দলে স্বাগত জানিয়ে যোগদান করানোর জন্য।

    আজকে এই যোগদান সভা থেকে হুমায়ূন কবির বলেন আমি ৩০ বছর কংগ্রেস করেছি তারপর তৃণমূলে এসেছি আবার কংগ্রেসে গিয়েছি তার পরে আবার বিজেপি তে গিয়েছি, আবার স্বেচ্ছায় বিজেপি ছেড়ে দিয়েছি, স্বেচ্ছায় যুক্ত হয়েছিলাম স্বেচ্ছায় অমিত সাহা, দিলীপ ঘোষের সামনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গর্জে উঠে তাদের বিরোধিতা করে বিজেপি ছেড়ে দিয়েছি আজকে আবার তৃণমূলে যোগদান করলাম, যারা আমার ব্যপারে বলছে যে বিশ্বাস রাখতে পারবে না তাদেরকে আমি কাজে প্রমাণ করে দেখিয়ে দেবো।