|
---|
সেখ সামসুদ্দিন, ৪ জুনঃ মেমারি দু’নম্বর ব্লক অফিসে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এদিনই মেমারি দু’নম্বর ব্লক এলাকার চার কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হয় ।মেমারি ২ ব্লকের বুলবুলিতলা শিশু নিকেতনের ছাত্র শেখ তৌসিফ আলী, সাতগেছিয়া বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অঙ্কিত ঘোষ, পাহাড়হাটী বাবুলাল গার্লস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী স্বপ্ন প্রিয়া গুপ্ত, বোহার গার্লস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিঙ্কু মন্ডলকে সংবর্ধিত করা হয়। এদিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী, মেমারি ২ ব্লকের বিডিও সৈকত মাজি, মেমারি ২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু, সহ সভাপতি অমর সাহা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মহঃ ইসমাইল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।