|
---|
খান আরশাদ, বীরভূম: সারা দেশের সাথে সাথে এরাজ্যেও আশাতীতভাবে গেরুয়া শিবিরের জয়জয়াকার। কিন্তু তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য কেষ্ট মন্ডলের গড় বীরভূমে লোকসভার দুটি আসনের মধ্যে দুটিই তৃনমূলেরই দখলে থাকলো। বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রধান তিন দলের মধ্যে তৃনমূলের প্রার্থী ছিলেন অসিত মাল, বিজেপির রামপ্রসাদ দাস এবং বামপ্রার্থী ছিলেন ডাঃ রামচন্দ্র ডোম এবং বীরভূম লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী ছিলেন শতাব্দী রায়, বিজেপির দুধকুমার মন্ডল, কংগ্রেসের ইমাম হোসেন ও বাম প্রার্থী ছিলেন ডাঃ রেজাউল করিম। বোলপুর লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী অসিত মাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রামপ্রসাদ দাসকে ৯৪,১৯০ ভোটের ব্যাবধানে হারিয়ে জয়ী হন। অপর দিকে বীরভূম লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী শতাব্দী রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দুধকুমার মন্ডলকে ৮১,৫০২ ভোটের ব্যাবধানে হারিয়ে জয়ী হন। শতাব্দী রায় এবার জয়ের হ্যাট্রিক করলেন। তৃনমূলের এই জয়ের ব্যাপারে জেলা সভাপতি অনুব্রত মন্ডল ওর্ফে কেষ্ট মন্ডল বলেন এই জয় প্রত্যাশিত ছিল। আমি আগেও বলেছি এখানে আমরা দুটো সিটেই জয় পাবো। কিন্তু তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন আপনি বলেছিলেন বাবুল সুপ্রিয় জিতলে রাজনীতি ছেড়ে দেব এবং কেন্দ্রে এনডিএ জোট ক্ষমতায় আসবে না। এর জবাবে তিনি বলেন রাজনীতিতে অনেক কিছুই বলতে হয়।