|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: পঞ্জাবের মোগা বিধানসভা কেন্দ্রে বলিউড অভিনেতা সোনু সুদের বোন মালভিকা সুদের হার। প্রায় ২০ হাজার ভোটে তিনি হেরে গেলেন আপের ড: অমনদীপ কৌর আরোরার কাছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১১৭টি সিটের মধ্যে ৯২টিতে এগিয়ে আপ ও ১৮টিতে কংগ্রেস।
উল্লেখ্য পাঞ্জাব ছাড়াও আরো চারটি রাজ্যের গণনা চলছে – উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখান্ড ও মণিপুর।