|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: সর্বনাশা ৪টি শ্রম কোড ও বিদ্যুৎ বিল ২০২১ বাতিল, রেল – প্রতিরক্ষা -ব্যাংক সহ সমস্ত সরকারি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারিকরণ এবং মূল্যবৃদ্ধি রোধ, মালিকশ্রেণীর স্বার্থ সংরক্ষণকারী কেন্দ্রীয় সরকারের সমস্ত নীতি ও পদক্ষেপ প্রতিরোধে আগামী ২৮-২৯ শে মার্চ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।যাহা দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, জাতীয় ফেডারেশন সমূহের ডাকেই হচ্ছে ধর্মঘট।
সেই সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে প্রচার অভিযান চালানো হয় বীরভূম জেলা এসইউসিআই (কমিউনিস্ট)এর পক্ষ থেকে। শনিবার জেলা সদর সিউড়ি, বোলপুর, আহমেদপুর, পুরন্দরপুর, রামপুরহাট,মুরারই সহ জেলার বিভিন্ন জায়গায়। এদিন পথসভা, মিছিল এবং লিফলেট বিতরণ করা হয় সংগঠনের কর্মীদের পক্ষ থেকে।