| |
|---|

খান আরশাদ, বীরভূম:
রাত্রে বেলা রাজনগরে মিষ্টির দোকানে ঢুকে নগদ টাকা চুরি, চোরকে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ। ধৃত চোরকে সিউড়ি আদালতে তোলা হল রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে রাজনগরের যাত্রীবাজার মোড় এলাকার একটি মিষ্টির দোকানের মালিক রাজনগর থানায় অভিযোগ করেন মঙ্গলবার রাত্রে তাঁর দোকান থেকে নগদ ১৩ হাজার টাকা চুরি গেছে। বুধবার অভিযোগ পেয়ে রাজনগর থানার ওসি তাপস দত্তের নির্দেশে শুরু হয় তদন্ত এবং রাজনগর থানার ASI পুলক কুমার হাজরা এবং ভিলেজ পুলিশ দেবাশীষ ওঝা তদন্তে নেমে ঈদগাছা গ্রামের আশিক খান নামে এক যুবককে গ্রেফতার করে। ওই দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। পুলিশ ওই যুবকের কাছ থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে ধৃত যুবককে সিউড়ি আদালতে পেশ করা হয় রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশের এই সাফল্যে খুশি ব্যবসায়ী মহল থেকে এলাকার সাধারণ মানুষ।


