যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজনগরের সীমান্তবর্তী এলাকায় পুলিশের নাকা চেকিং

 

     

    খান আরশাদ, বীরভূম:

    লোকসভা নির্বাচনের প্রাক্কালে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজনগরের সীমান্তবর্তী এলাকায় রাজনগর থানার পক্ষ থেকে শুরু হয়েছে নাকা চেকিং।
    আগামী ১৩ই মে বীরভূমে লোকসভা নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হবে। তার আগেই জেলার বিভিন্ন প্রান্তে আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা নেত্রীরা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জেলা সফর করবেন।
    রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জেলা সফর করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রাজনৈতিক কর্মসূচি করেছেন।
    এই পরিস্থিতিতে জেলায় কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যেই বীরভূম জেলা পুলিশের নির্দেশে, রাজনগর থানার ঝাড়খন্ড সীমান্তবর্তী অঞ্চলে রাজনগর থানার পক্ষ থেকে নাকা চেকিং চলছে। এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা সমস্ত রকম যানবাহন এর কড়া তল্লাশি চালাচ্ছে রাজনগর থানার পুলিশ। এদিন রাজনগর থানার ওসি দেবাশিস পন্ডিতের তত্ত্বাবধানে রাজনগর থানার এএসআই পূর্ণ চন্দ্র সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা এই নাকা চেকিং করেন।