যোগীজী কাগজ নিয়ে এসে প্রমাণ দিলেন না কেন? কেন্দ্রের টাকা তৃণমূলীরা খাচ্ছে, যোগীর এই মন্তব্যের রাজনগরে পাল্টা মন্তব্য শতাব্দী রায়ের

 

     

     

     

    খান আরশাদ, বীরভূম:

    যোগীজী কাগজ নিয়ে এসে প্রমাণ দিলেন না কেন? কেন্দ্রের টাকা তৃণমূলীরা খাচ্ছে, যোগীর এই মন্তব্যের রাজনগরে পাল্টা বক্তব্য দিলেন শতাব্দী রায় ।
    বীরভূমের সিউড়িতে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে আয়োজিত এক জনসভায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার বক্তব্যে বলেন কেন্দ্র বিভিন্ন প্রকল্পের জন্য যেসব টাকা পাঠাচ্ছে, সেগুলো সাধারণ মানুষ পাচ্ছে না। সেসব টাকা তৃণমূলীরাই হাতিয়ে নিচ্ছে। বীরভূমের রাজনগরে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে যোগীজির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করা হলে শতাব্দি রায় বলেন, যোগীজী কাগজ নিয়ে এসে প্রমাণ দিলেন না কেন? তিনি তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর তো বলার সুযোগ ছিল এদিন , কেন তিনি এই সুযোগ হাতছাড়া করলেন। আমরা যা কথা বলি তা প্রমাণ দিয়ে বলি। ওদের যা বলার, তা প্রমাণ দিয়ে বলুক; বললেন শতাব্দী রায়।
    মঙ্গলবার রাজনগরের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচার করেন গতবারের বিজয়ী প্রার্থী শতাব্দী রায়। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বদের সাথে নিয়ে এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে রাজনগরের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার চালান সারাদিন ধরে। এদিনই তিনি যোগী আদিত্যনাথের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা মন্তব্য করলেন।