শিলিগুড়িতে ভোট না হবার কারনে হতাশ বিভিন্ন দলের সাধারন কর্মীরা

শিলিগুড়ি: শিলিগুড়িতে ভোট না হবার কারনে হতাশ বিভিন্ন দলের সাধারন কর্মীরা।অনেক কর্মীই ক্ষোভ প্রকাশ করে জানালেন এইভাবে ভোট পিছিয়ে দেবার কোন মানেই হয় না।কেন ভোটের দিন পিছিয়ে গেল কেন বা নির্বাচন কমিশন ভোটের দিন আগেই পিছিয়ে দিলো না,সেটা নিয়েও চলছে জোর আলোচনা।ভোট পিছিয়ে যাওয়াতে হতাশ রাজনৈতিক দলের প্রার্থীরা।সবচাইতে বেশী হতাশ তৃনমুল কংগ্রেসের প্রার্থীরা,তারা বলছেন এতে বিরোধী দলের সুবিধা হয়ে গেল অনেকটাই।তারা আর কিছু হোক না হোক বিরোধী দলের সুবিধা করে দিচ্ছে বলে বলে করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।শিলিগুড়িতে আগামী দিনে ভোট হলে তৃণমূল যে ক্ষমতায় আসবে সেটা নিয়েও সন্দেহ নেই অনেকেরই।তাই ভোট পিছিয়ে গেলে সমস্যা বাড়বে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের প্রবীন ব্যক্তিরাই।তাই সমস্ত ব্যানার ফেষ্টুন লাগিয়েও ভোট না হবার কারনে চরম হতাশায় তৃণমূলের সমস্ত ছোটখাট নেতা কর্মীরা।

    তবে ভোটের দিন আর বেশী বাকি নেই।তাই দুএক দিন কেটে গেলেই আবার চলে আসবে ভোটের দিন,আপাতত এই আশাতে চুপচাপ বসে আছেন তৃণমূল কংগ্রেসের সাধারন কর্মীরা।আপাতত তাই এই আশাতেই বারোই ফেব্রুয়ারির দিকে তাকিয়ে আছেন তারা।