|
---|
ময়নাগুড়ি: দোমহনীতে রেল দুর্ঘটনায় আহতদের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে।গতকাল নর্থবেঙ্গল মেডিক্যাল কলেজ সুত্রে এই খবর পাওয়া গেছে।ময়নাগুড়িততে রেলযাত্রায় আহতে প্রচুর যাত্রী চিকিৎসাধীন আছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে খবর পাওয়া গেছে যেসব যাত্রীরা সেদিন দুর্ঘটনায় আহত হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন তাদের মধ্যে সাতজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।যাদের শরীরে পজিটিভ পাওয়া গেছে তাদের সর্দি এবং কাশীর উপসর্গ ছিলো।সে কারনে তাদের চিকিৎসার আগেই করোনা পরিক্ষা করতে বলা হয়,রিপোর্টে তাদের পজিটিভ রিপোর্ট আসে।নর্থবেঙ্গল মেডিক্যাল কলেজ সুত্রে জানা গেছে মোট ষোলজনের মধ্যে সাতজনের পজিটিভ রিপোর্ট আসে।আক্রান্তদের সবাইকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
এদিনকে রেল দপ্তর থেকে জানানো হয়েছে যে যে যাত্রীর রিপোর্ট পজিটিভ এসেছে তাদের সহযাত্রীদেও তথ্য অনুসন্ধান করা হবে।আবার যেসব যাত্রীদের নেগেটিভ রিপোর্ট এসেছে তারাও দাবী করেছেন রেলে ওঠার আগে সবার করোনা পরিক্ষা করে ট্রেনে ওঠা উচিত তাহলে রেলের এই দুশ্চিন্তা হবে না।