|
---|
জলপাইগুড়ি: বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকদের কাছে খবর আসে জলপাইগুড়ি শান্তি পাড়া এলাকা দিয়ে বালি পাচার করা হচ্ছে।
খবর পেয়ে ছুটে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। অভিযানে গিয়ে সেখান থেকে দুটি লড়িকে দাড় করাতেই চক্ষু চড়কগাছ হয় পুলিশের। তারা দেখতে পান লড়ি দুটির সামনে লাগানো রয়েছে গন বন্টনের খাদ্য সামগ্রী সরবারাহের বোর্ড।
এরপর তারা লড়িতে তল্লাশি চালাতেই দেখতে পায় বালি বোঝাই রয়েছে। এরপর চালককের কাছে বৈধ কাগজ দেখতে চাইলে তারা তা দেখাতে না পারলে লড়ি সমেত দুই চালকে নিয়ে আসে থানায়।
ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত টেলিফোনে জানিয়েছেন অবৈধ বালি পাচারকারীদের বিরুদ্ধে আমাদের কড়া নজরদারি রয়েছে।আজ এই দুই লড়ি চালক তাদের লড়ির সামনে গন বন্টনের খাদ্য সামগ্রী সরবরাহের বোর্ড লাগিয়ে বালি পাচার করছিলো। কোতোয়ালি থানার পুলিশ লড়ি বাজেয়াপ্ত করে দুই লড়ি চালককে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। আগামীকাল এদের আদালতে তোলা হবে।